------- সতর্কীকরণ বিজ্ঞপ্তি ------

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

এতদ্বারা সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে একটি প্রতারক চক্র সিপিআই পলিটেকনিকের শিক্ষক কিংবা

কর্মকর্তার নাম ব্যবহার করে শিক্ষার্থী এবং অভিভাবকদের নিকট বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেবার চেষ্টা করছে।

তারা মোবাইলে OTP (ওটিপি) বা অন্যান্য তথ্য সংগ্রহ করে প্রতারণা করছে।

----- মনে রাখবেন, সিপিআই পলিটেকনিক থেকে কখনোই বিকাশের OTP বা এ ধরনের কোন তথ্য চাওয়া হয় না।
----- কোন অবস্থাতেই আপনার মোবাইলে আসা OTP বা গোপনীয় তথ্য কারো সাথে শেয়ার করবেন না।

আপনাদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
নিজে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন।

— কর্তৃপক্ষ।
সিপিআই পলিটেকনিক,ঢাকা।