ভর্তির যোগ্যতা

???? SSC (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) / সমমান পরীক্ষায় পাশকৃত যেকোন Group থেকে minimum GPA 2.00 উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
???? HSC (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
???? HSC (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
তাই সিপিআই পলিটেকনিক ভিজিট করে আপনার ভর্তি নিশ্চিত করুন।

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

  • এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ।
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের ফটোকপি ।
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
বি:দ্র :-০১ –

যে সকল শিক্ষার্থী অনলাইনে ভর্তি হবেন সে সকল শিক্ষার্থীকে ক্লাস শুরুর সময় উপরোক্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।