Diploma in Apparel Manufacturing Technology

Apparel Manufacturing Technology হলো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প নির্ভর একটি আধুনিক কারিগরি শিক্ষা বিভাগ। এখানে শিক্ষার্থীরা গার্মেন্টস প্রোডাকশন, ফ্যাশন ডিজাইন, প্যাটার্ন মেকিং, গুণগত মান নিয়ন্ত্রণ (QC), মার্চেন্ডাইজিং এবং শিল্প ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করে। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা সরাসরি দেশের বৃহত্তম রপ্তানিমুখী গার্মেন্টস সেক্টরে কাজের সুযোগ পায়।


ভর্তির যোগ্যতা

✅ এসএসসি/সমমান পাশ হতে হবে
✅ বিজ্ঞান বিভাগ প্রাধান্যপ্রাপ্ত (তবে অন্যান্য বিভাগ থেকেও আবেদন করা যাবে)
✅ ন্যূনতম GPA 2.50 (বা সমমান)
✅ বয়স ১৭–২২ বছরের মধ্যে (সরকারি নিয়ম অনুসারে)


চাকরির ক্ষেত্রসমূহ:

দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্র

  • রেডিমেড গার্মেন্টস (RMG) শিল্পে প্রোডাকশন অফিসার/সুপারভাইজার

  • মার্চেন্ডাইজিং ও গার্মেন্টস এক্সপোর্ট কোম্পানি

  • কোয়ালিটি কন্ট্রোল ও ফ্যাশন অ্যাসিউরেন্স সেক্টর

  • টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন কোম্পানি

  • গার্মেন্টস মেশিন অপারেশন ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ

  • বিদেশে গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে টেকনোলজিস্ট/সুপারভাইজার

  • স্ব-উদ্যোক্তা হিসেবে বুটিক হাউস, গার্মেন্টস ইউনিট বা ডিজাইন স্টুডিও


Course Syllabus (৪ বছর মেয়াদী )

প্রথম বর্ষ

  • Engineering Drawing

  • Basic Textile Science

  • Apparel Machinery & Equipment (Basic)

  • English & Communication Skills

দ্বিতীয় বর্ষ

  • Garments Construction Techniques

  • Fabric Manufacturing Technology

  • Pattern Making & Grading

  • Applied Mathematics

তৃতীয় বর্ষ

  • Industrial Engineering in Apparel

  • Apparel Production Planning & Control

  • Quality Control & Testing

  • Computer Application in Garments Design (CAD)

চতুর্থ বর্ষ

  • Merchandising & Marketing in Apparel

  • Garments Costing & Compliance

  • Fashion Design & Innovation

  • Project Work / Industrial Attachment

  • Entrepreneurship Development

(সিলেবাস BTEB–এর নির্দেশনা অনুযায়ী পরিবর্তনশীল)


CPI Polytechnic এ ভর্তি হয়ে Apparel Manufacturing Technology-তে গড়ে তুলুন আপনার ক্যারিয়ার এবং যুক্ত হোন দেশের সর্ববৃহৎ রপ্তানি শিল্পের সাথে I